।।।।।।।।।।।।
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে তালায় তিনদিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, শিক্ষক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
তথ্যঃ পত্রদূত নেট।