★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম ‘অনুসন্ধান’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রেকর্ডরুম ‘অনুসন্ধান’ উদ্বোধন করেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
এসময় তিনি বলেন, ‘সদর ভূমি অফিসের রেকর্ড রুমের উদ্বোধন একটি যুগান্তকারী পদক্ষেপ। সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অতি অল্প সময়ের মধ্যে সদর ভূমি অফিসে অনেক পরিবর্তন এনেছে। রেকর্ডরুম ‘অনুসন্ধান’ এর মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল নথিপত্র জনদুর্ভোগ কমাতে সহায়তা করবে। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব এ জেলার সকল উপজেলা ভূমি অফিস ডিজিটালাইজ করা হবে। তাহলে অনলাইনে জনগণ সেবা পাবে। এতে ভোগান্তি কমে আসবে বলে মনে করেন তিনি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, এনডিসি একিমিত্র চাকমা সহকারী কমিশনার আরিফ আদনান, দেওয়ান আকরামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী নজরুল ইসলাম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, ভারপ্রাপ্ত নাজির মাশকুরা খাতুন, সায়রাত সহকারী আবুল কালাম আজাদ, সদর সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, মিলন চক্রবর্তী প্রমুখ।
তথ্যঃপত্রদূত নেট।