♣♣♣♣
খুলনা জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান এতে সভাপতিত্ব করেন। আসন্ন ঈদ উল আযহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ সড়ক বাস্তবায়নে বিআরটিএ’র অভিযান অব্যাহত করা, মাদক সহ অবৈধ হকার নিয়ন্ত্রণে আলোচনা করা হয়। সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা জেলার নয়টি উপজেলায় গত জুলাই-১৮ মাসে ডাকাতি ১টি, চুরি ৬টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, নারী ও শিশু পাচার ২টি, মাদকদ্রব্য ১৪২টি এবং অন্যান্য ৮৬টিসহ মোট ২৫৪টি মামলা দায়ের হয়েছে। গত জুন-১৮ মাসে এ সংখ্যা ছিল ২৯১টি। মহানগরীর আটটি থানায় জুলাই-১৮ মাসে রাহাজানি ২টি, চুরি ১৪টি, খুন ৪টি, অস্ত্র আইনে ২টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৫টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ৩টি ও মাদকদ্রব্য ১৮৩টি এবং অন্যান্য আইনে ৩৬টি সহ মোট ২৬১টি মামলা দায়ের হয়েছে। গত জুন-১৮ মাসে এ সংখ্যা ছিল ২৪৭টি।
আইনশৃঙ্খলা কমিটির সভায় খুলনা জেলা পরিষদ চেয়াম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও কেএমপি’র প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।