♠♠♠♠
হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষির্কী উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলা ব্যাপি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়েছে।
সূত্র জানায়,১৫ ই আগষ্ট ২০১৮ জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর জনাব রওশন আরা জামান এঁর অনুপ্রেরণা ও নির্দেশনায় জেলার প্রত্যেকটি উপজেলার পঃপঃ অফিস কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ছবি সম্বলিত শোক দিবসের শ্রদ্ধাজ্ঞলী ব্যার্ণার টানানো হয়েছে ও প্রত্যেকটি অফিসের জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে।
জাতীয় শোক দিবস পালন সম্পর্কে তালা উপজেলার UFPA জনাব মোঃ সামিউল ইসলাম আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,জাতির পিতার ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে তালা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সকালে একটি শোক র্্যালি বের হয় তালা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।র্্যালি টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ফিরে আসে তালা হাসপাতাল কমপ্লেক্সের সন্মেলন কক্ষে।সেখানে জাতির পিতার জীবনী নিয়ে ব্যক্তারা বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।এসময় তালা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা,মেডিকেল অফিসার ডাঃআবুল বাশার,সকল এফপিআই গণ, সকল SACMO গণ, সকল এফডব্লুউভি গণ ও সকল এফডব্লুউএ গণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষ দের মাঝে গনভোজের খিচুড়ী বিতরন করা হয়।পরে তালার বিভিন্ন সাব-সেন্টারে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ইউনিয়নের ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একযোগে বিনা মুল্যে রোগী দেখা হয়েছে ও বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়েছে।আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শীকা জনাব রুবী হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে ক্লিনিকে অনেক রোগী কে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পত্র বিতরন করা হয়েছে ও জাতীর পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।