♣♣♣♣♣
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় একটি শোক র্্যালি বের হয়।র্্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর প্রতিকৃতিতে ফুলের ঢালি দিয়ে শ্রদ্ধা জানান খুলনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মিজানুর রহমান,খুলনা সিটি কর্পারেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক,বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া,খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মানিত কমিশনার জনাব হুমায়ন কবির,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ হেলাল হোসেন,খুলনা জেলার পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লা্হ,খুলনার সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।এসময় বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া বলেন,আজ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস।এই দিনে জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করেছিল স্ব-পরিবারে।তাই এটি বাঙালী জাতির জন্য অত্যান্ত দুঃখের একটি দিন।তিনি আরো বলেন, জাতীয় শোককে শক্তিতে রুপান্তর করে জাতির পিতার স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে সবাই ঐকবদ্ধ হতে হবে এবং দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণের স্বার্থে জাতির পিতার আদর্শে অনুপ্রান্বিত হয়ে সকল কে দেশের কল্যাণে কাজ করতে হবে।পরে অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করা হয়।