♣♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীতে তৃতীয় বারের বৃক্ষ রোপন করা হয়েছে।মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষরোপন করার নির্দেশনা ছিলো প্রত্যেট টি সরকারী দপ্তরে।তার ই ধারাবাহিকতায় গত ২৬ শে জুলাই ২০১৮ তারিখ সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান ও পুলিশ সুপার পত্নী(পুনাক)সভানেত্রী জনাব আকিদা রহমান নিলা সাতক্ষীরা পুলিশ লাইন্সে শহীদদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
সে সময় সাতক্ষীরার আটটি থানার অফিসার ইনচার্জদের কাছে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী বিভিন্ন প্রকারের ফলদ গাছ তুলে দেন সংশ্লিষ্ট থানা কম্পাউন্ডে রোপন করার লক্ষে।পরে আগষ্টের মাঝামাঝি সময় সাতক্ষীরা বাঁকালের মেডিকেল কলেজের নবনির্মিত বাইপাস সড়কের দুই পাসে সাতক্ষীরার পুলিশ সুপার ২ হাজার পিস বৃক্ষরোপন করেন।যেটি বিভিন্ন স্খানীয় পত্রপত্রিকায় গুরুত্বের সহিত সংবাদ প্রচার করা হয়েছিল।সর্বশেষ ঈদুল আযহার আগের দিন সাতক্ষীরা পুলিশ লাইন্সে তয় বারের মত শহীদদের স্মরনে নারিকেল গাছ রোপন করেন সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান।
জেলা পুলিশের একটি বিশ্বস্থ্য সূত্র জানান,ইং ২১/০৮/২০১৮ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ সাজ্জাদুর রহমান পুুলিশ লাইন্স সাতক্ষীরায় নারকেল গাছ রোপন করেন। সূত্র আরো জানায়,মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদেরর ম্মরনে জেলা পুলিশ ৩০ হাজার বৃক্ষ রোপন করবেন,আর সমস্ত বাংলাদেশ মিলে ৩০ লক্ষ গাছ রোপন করার আহবান জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দিন, অতিরাক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জনাব মেরিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার,দেবহাটা /কালিগজ্ঞ সার্কেল জনাব ঈয়াছীন আলী,সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল জনাব অপু সরোয়ার,জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব আযম খান,এবং অফিসার ইনচার্জ সাতক্ষীরা থানা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।