♣♣♣♣♣
আব্দুর রহমানঃ
জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে নজরুল সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর) দিনব্যাপি এ প্রগিযোগিতার আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নূরুল হকের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় অতিথি হিসবে উপস্থিত ছিলেন এনডিসি আরিফ আদনাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজন মোল্লা, শাম্মী আক্তার, মো. আবু তালেব, ভাষা গভেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, পৌর কাউন্সিলর জ্যোস্না আরা, শুভ্র আহমেদ, মনিরুজ্জামান ছট্রু, শামীমা পারভীন রত্মা, মাসিক সাহিত্যপাতার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
প্রযোগিতা অনুষ্ঠানে কবির গান আর কবিতা ও নৃত্য পরিবেশনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিল্শীদের কণ্ঠে শিল্পীরা গেয়ে শোনান কাজী নজরুল ইসলামের সেই মন মাতানো সংগীত ও গান। একক নৃত্য পরিবেশন করে অতিথিদের মন মাতান ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কলমের রঙে চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অতিথিরা বলেন, ‘কাজী নজরুল ইসলাম মানুষের কবি, সাম্যের কবি। তার চিন্তা ও সমাজভাবনা আমাদের পথ দেখাতে সাহায্য করেছে। বাঙালি সমাজ ও সংস্কৃতি বিনির্মাণে তার সৃষ্টিকর্ম সবসময় আমাদের প্রেরণা দেবে।মানুষ বেঁচে থাকার জন্যে খাদ্য, পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার উন্নতি করে আসছে, যেন অচিরেই কোন বিপর্যয় না আসে। অথচ আমরা পরিবেশ ধ্বংস করছি। প্রাণ সায়ের খালের কান্নাও আমাদের দেখতে হচ্ছে। যা আমার হূদয়ে হাহাকার সৃষ্টি করেছে। সবাইকে সচেতন হয়ে সাতক্ষীরা জেলা একটি সম্মৃদ্ধশালী জেলায় পরিণত করার আহবান জানান বক্তারা।