♦♦♦♦
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার মতবিনিময় করেছেন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের ডেপুটি ডাইরেক্টর (উপ-সচিব) শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজাবে রহমত, যুগ্ম-জেলা জজ কেরামত আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)জনাব মেরিনা আক্তার, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ প্রমূখ।
বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে ওসি (তদন্ত) আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও লিগ্যাল এইডের নেতৃবৃন্দ অংশ নেয়।