Citizen Journalist(জিমি):সাতক্ষীরা জেলার উন্নয়ন সমন্বয়’ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইফতেখার হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারণে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি উন্নয়নমুলক প্রকল্পের কাজ। একটা সময় ছিল জেলার প্রধান সড়কটির অবস্থা ছিল লাজুক, এখন সেই অবস্থা আর নেই। দ্রুতগতিতে জেলার সকল সড়কের নির্মাণ ও মেরামত সম্পন্ন করা হচ্ছে। উন্নয়নমূলক কাজ নিয়ে আমি কোন অজুহাত দেখতে চাই না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যু বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগসহ সরকারি সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা এবং সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে কোন প্রকার হয়রাণীর শিকার না হয় এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন বলেন, বর্তমান সরকারে উন্নয়ন চিত্র ও ডিজিটাল বাংলাদেশ হিসেবে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রাণীর শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর (উপসচিব) শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাছনীম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আমিনুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।