গোপালগঞ্জ সদর সার্কেল ও সদর থানার অভিযানে সদর উপজেলার কুঠিবাড়ী এলাকা ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি চাপাতি, ১ টি ডেগারসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শেখ মুরাদ হোসেন ফরহাদ কে আটক করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন- (পিপিএম) আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলা ব্যাপি মাদক-অস্ত্র-বিষ্ফোড়ক ও জঙ্গি বিরোধী অভিযানে মাঠে নেমেছে পুলিশ।তারই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান (বিপিএম) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সদর সার্কেলের নেতৃত্ত্বে সাব-ইন্সপেক্টর বকুল,সহকারী সাব-ইন্সপেক্টর রফিক,সহকারী সাব-ইন্সপেক্টর সুমন, কনস্টেবল সিরাজ,কনস্টেবল শরিফ ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় সদর থানার কুঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি চাপাতি, ১ টি ডেগারসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শেখ মুরাদ হোসেন ফরহাদ, পিতাঃ হাজি আকরাম আলী কে গ্রেপ্তার করা হয়।
আটক কৃত সন্ত্রাসীর বাড়ি সদর উপজেলার কুঠিবাড়ী, শুকতাইল এলাতায়।তিনি আরো জানান,ইতঃপূর্বে ধৃত আসামীর বিরোদ্ধে ০৭ টি ( খুন, ডাকাতি, দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, মারামারি, মাদক ও নারী নির্যাতন দমন আইনে) মামলা রয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোড়ক আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।