ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্তরে উন্নয়ন ও অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জন্য অনেক সেবামুলক প্রকল্প হাতে নিয়েছেন। তাই সরকারের সাথে থেকে আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই। আর এ কাজে সহযোগিতা করবেন আপনারা সবাই। প্রধানমন্ত্রী চান এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে সচেতন হয়ে সামাজিক ও পারিবারিক কাজে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমাদের প্রত্যেকের পরিবার উন্নয়ন করতে হবে। ভবঘুরে বা হাওয়ায় ঘুরে বেড়ালে হবে না। সন্তান নিতে হবে একটি অথবা দু’টি। স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকবে। কোন অবস্থায় বাল্য বিবাহ দেওয়া যাবে না। নিজের সন্তানকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। যুগের এখন পরিবর্তন হয়েছে। সে কালের ভাবনায় এখন চললে হবে না। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী দেশকে একটি আধুনিক দেশ করতে চান। তাই আমাদেরকেও আধুনিক চিন্তা ধারায় চলতে হবে। এক সময় বিদ্যুৎ ছিল না। হারিকেনের আলোয় পড়েছি। নুতন বই কেমন চিনতাম না। সরকার এখন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। ১লা জানুয়ারিতে শিক্ষার্থীরা বই হাতে পাচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খেলাধুলার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ভিক্ষুকদের পুনবার্সনের ব্যবস্থা করেছে। জমি আছে-ঘর নেই তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। গরীব ও অসহায় মানুষের জন্য এমন কোন ভাতা নেই যা সরকার ব্যবস্থা করেনি। প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার, পাড়া-মহল্লা, গ্রাম-শহর নিয়েই এই সরকারের রয়েছে চিন্তা ভাবনা। তাই আর পেছনে ফিরলে হবে না। সামনে সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাই সচেষ্ট হতে হবে। বক্তৃতা শেষে তিনি উপজেলার ১’শ শিক্ষার্থীর মাঝে উবৃত্তি হিসেবে প্রত্যেককে ৪ হাজার টাকা ও ১৫জন ভিক্ষুককে একটি করে ভ্যানগাড়ী বিতরণ করেন। ডুমুরিয়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে এ সহযোগিতা করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পরিচালক ইসরাত জাহান ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। আরও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, মোস্তফা সরোয়ার, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। সভা শেষে তিনি ডুমুরিয়া উপজেলা সদরের জোয়ার্দারপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও গোলনা গ্রামের মিজানুর খানের নব-নির্মিত জমি আছে-ঘর নেই প্রকল্পের ঘরটি হস্তান্তর করেন।
সুত্রঃপত্রদূত নেট।