আসাদুজ্জামান :
সম্প্রতি সাংবাদিক হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির সামনে গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উপস্থিতির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসূচিটি পালিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজ কোটের পিপি এড. ওসমান গনি, সাংবাদিক সেলিম রেজা মুকুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮সেপ্টেম্বর গভীর রাতে যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী ও নাগরিক আন্দোলন মঞ্চের নেতা সাংবাদিক হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক মেহেদীআলী সুজয়ের বাড়ির সামনে একদল অস্ত্রধারীরা মুখ বেধে খালি গাঁয়ে ঘোরা ফেরা করছিল। তখন সাংবাদিক মেহেদী আলী সুজয়কে সামনে পেয়ে ওই অস্ত্রধারীরা তার গলায় অস্ত্র ধরে তাকে লাশ ফেলে দেয়ার হুমকি প্রদান করে। বক্তারা এ সময় যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ ধরনের সশস্ত্র বাহিনী হামলা পরিকল্পনার করছিল কিনা তা খতিয়ে দেখার আহবান জানান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবী জানান।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ভয়েস অব সাতক্ষীরাকে জানান, এ ঘটনায় হাফিজুর রহমান মাসুম বাদী হয়ে সদর থানায় একটি জিডি করেছেন। কারা সেদিন রাতে তাদের বাড়ির সামনে অবস্থান করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।