আব্দুর রহমান: বছর ঘুরে আবার চলে এসেছে হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা। এই উৎসবকে নিয়ে থাকে অনেক আয়োজন। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (৯অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার জনাব মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ, সহকারী পুলিশ সুপার(হেড কোয়া টার্স) হুমায়ন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার অপু সারোয়ার, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মো. আজম খান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেম, ট্রাফিক ইন্সপেক্টর মোমীন হোসেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নেবনাথসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, দীনবন্ধু মিত্র, কিরণময় সরকার, স্বপন কুমার শীল, রবীন্দ্রনাথ বিশ্বাস, সিদ্ধেশ্বর চক্রবর্তী, রামপদ দাশ, নারায়ন মজুমদার, মিলন কুমার,সমীর কুমার বসু প্রমুখ।
দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘পূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্যবারের চেয়ে এবার বেশি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজায় পুলিশ-র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছে পূজা কমিটির নিজস্ব ভলান্টিয়াররা। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হওয়ায় এবার জেলায় ৫৭৮ টি পূজা মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে। পূজাকে ঘিরে হামলার কোনো আশঙ্কা নেই। এরপরেও যদি কোন ধরনের ঘটনা ঘটতে পারে এমন আশাংখ্য করে তাহলে সরাসরি আমার ০১৭১৩-৩৭৪১৩৫ নাম্বারে জানাবেন। ইতোমধ্যে অনেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’
দেবী দুর্গা এবার নৌকায় করে মর্ত্যলোকে এসেছেন এবং ঘোড়ায় চড়ে কৈলাশ পর্বতে স্বামীগৃহে ফিরে যাবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন।