সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরাঃ গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাসেমীর নেতৃত্বাধীন টিম ২৫-৩০ টা মটর সাইকেল যোগে যাত্রা শুরু করে বাকাল মেডিকেল কলেজ রোড, বাইপাস সড়ক,আলিপুর বাজার,কুলিয়া,পারুলীয়া বাজার পর্যন্ত মোহড়া প্রদান করেন।আবার সেখান থেকে ফিরে ডিবি পুলিশের টিম টি নিউমার্কেট চত্বরে এসে চা বিরতি নেন।পরে নিউমার্কেট থেকে ডিবি পুলিশের ২৫-৩০ টি মটর সাইকেলের বহরটি সদর হাসপাতাল মোড়,নারিকেল তলা মোর,লাবসা পলিটেকনিক মোড় থেকে মাদবকাটি বাজার পর্যন্ত নাশকতা বিরোধী মোহড়া দেন।ডিবি পুলিশের মোটরসাইকেল মহড়াটি ছিলো মানুষের চোখে পড়ার মত।
এবিষয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,সাতক্ষীরা শহর সহ প্রধান প্রধান জনপুর্ন মোড়ে বা এলাকার আইন-শৃংঙ্খলা রক্ষা করা ও সমুন্নত রাখা, কোন প্রকার নাশকতা না ঘটে, স্বাভাবিক পরিবেশ বিঘ্নকারিদের প্রতি কঠোর হুশিয়ারী জানাতে ডিবি পুলিশের এ বিশেষ পুলিশি মহড়া প্রদর্শন করা হয় । তিনি আরো জানান,মহড়ায় অংশ নেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমীর নেতৃত্বে ডিবি পুলিশের পরিদর্শক আক্কাস আলী,ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান,পরিদর্শক হারাণ চন্দ্র সহ সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সাব-ইন্সপেক্টর ফারুক,সাব-ইন্সপেক্টর রবিন চন্দ্র মন্ডল,সাব-ইন্সপেক্টর বিপ্লব,সাব-ইন্সপেক্টর মুক্তরায়চৌধুরী,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু,সহকারী সাব-ইন্সপেক্টর বিষ্ঞু গোষাল,সহকারী সাব-ইন্সসপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর শরিয়াতুল্লাহ,সহকারী সাব-ইন্সপেক্টর মাহাবুব,সহকারী সাব-ইন্সপেক্টর মনির,সহকারী সাব-ইন্সপেক্টর অমিত,কনস্টেবল সুরঞ্জন,কনস্টেবল মতিয়ার,কন্সটেবল সুমন,কনস্টেবল সোহেল,কনস্টেবল ডালিম,কনস্টেবল নাজমুল প্রমুখ।
অপরদিকে রায়ের পরে বিএনপি ,জামায়েতের কোন নাশকতা মুলক কার্যক্রম সাতক্ষীরার কোন এলাকায় পরিলক্ষিত হয়নি। এলাকাবাসীর ধারণা ছিলো গ্রেনেড হামালার রায়কে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা ঘটতে পারে কিন্তু সাতক্ষীরা ডিবি পুলিশ সহ জেলার আটটি থানার পুলিশের কঠোর ভূমিকার কারণে জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।