খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির (পিপিএম) বলেছেন,শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর কোথাও কোন দূর্ঘটনা ঘটার আশংকা নেই। ১৭ অক্টোবর সন্ধার পরে তিনি নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান।এসময় পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারী পুলিশ কমিশার মহোদয় কে পূজামন্ডপে পেয়ে তাকে শারদীয় শুভেচ্ছা জানান।পুলিশ কমিশনার পরে এক সংক্ষিপ্ত ব্যক্তব্য প্রদাণ করেন।তিনি বলেন,খুলনা মহানগরীর সব কয়টি পূজামন্ডপে তিন স্থরের নিরাপর্ত্তা দেওয়া হয়েছে।পুলিশ, র্্যাব ও গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে বিভিন্ন পূজামন্ডপে ছদ্মবেশে দায়িত্ব পালন করছে।পুলিশ কমিশনার আরো বলেন,ধর্ম যার যার,উৎসব সবার।সুতরাং কোন গোষ্টি / কুচক্রি মহল যদি নাশকতার চেষ্টা চালায়,তাহলে আমরা তাদের কে কঠোর হস্তে দমন করবো।
পূজামন্ডপ পরিদর্শন কালে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার(হেড কোয়াটার্স),ডেপুটি পুলিশ কমিশনার(Rcd,kmp),সহকারী পুলিশ কমিশনার(ফোর্স),সহকারী পুলিশ কমিশনার CSB Kmp,ডেপুটি পুলিশ কমিশনার (সাউর্থ),খুলনা থানার ওসি,খালিশ পুর থানার ওসি,দৌলতপুর থানার ওসি ও খান জাহান আলী থানার ওসি উপস্থিত ছিলেন।