জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উৎযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পূর্ব বিভাগ কর্তৃক আয়োজিত র্যালি, ট্রাফিক সচেতনামূলক লিফলেট বিতরণ এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ট্রাফিক শৃংখলা সংক্রান্তে মাইকিং করা হয়েছে। ট্রাফিক পূর্ব বিভাগের ৫ টি জোনে অত্র বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনারগন উক্ত কর্মসূচীতে উপস্থিত থেকে “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” প্রতিপাদ্য বিষয়ে অংশ গ্রহণকারী ছাত্র শিক্ষক, চালক, শ্রমিক ও মালিকদের সাথে মতবিনিময় করেন।
এর আগে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।
অভিযানকালে রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৪ হাজার ১৩টি মামলা ও ৩০ লাখ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানে ৯টি গাড়ি ডাম্পিং ও ৮৩৭ টি গাড়ি রেকার করা হয়।
ট্রাফিক সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৫৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯৩ টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় জরিমানা প্রদান করা হয়।
ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ২২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৬টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়।
শনিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।