কবিতা গান আবৃত্তি ও আলোচনায় শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কবি শামসুর রাহমানের জন্মোৎসব। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণকেন্দ্রের প্রধান সংগঠক সাংবাদিক আমিনা বিলকিস ময়না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনা করেন কবি গাজী শাহজাহান সিরাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তনিমা ঢালী, সুপ্তি বিশ্বাস, সুজিত পাল প্রমুখ। আবৃত্তি করেন ইমতিয়াজ, মারজান ও প্রজ্ঞা পারমিতা। কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিশিকান্ত ব্যানার্জী ও কবি আবু সালেক।
আলোচকরা বলেন, কবি শামসুর রাহমান সব সময় প্রাসঙ্গিক। কবি শুধু বাংলাদেশের প্রধান কবি নয়। বাংলাদেশ নিয়ে প্রগতির পথের যাত্রায় তিনি সবসময় অনুপ্রেরণা। তার লেখনিতে এদেশের মানুষ গণতন্ত্র, মানুষের অধিকার কিংবা যুদ্ধাপরাধ বিরোধী লড়াইয়ের প্রচন্ড অনুপ্রেরণার খোরাক যুগিয়েছে। আপোষহীণ এই কবি শুধু অনুপ্রেরণা দেননি নিজেও লড়াইয়ের ময়দানে থেকেছেন সাহসের সাথে। লিখেছেনও অদম্য সাহসিকতায়।
সূত্রঃ পত্রদূত নেট।