সিটিজেন জার্নালিস্ট(জিমি): বাংলাদেশ পুলিশের নক্ষত্র, পুলিশের আইকন কর্মকর্তা হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় উপ পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) (ডিআইজি, গ্রেড-৩) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ৬ নভেম্বর, ২০১৮ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।
বর্তমানে তিনি ডিআইজি (প্রশাসন-ডিসিপ্লিন) পুলিশ হেডকোয়ার্টার্স একর্মরত রয়েছেন। হাবিবুর রহমানের জন্ম ১৯৬৭ সালে গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে। ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বহুমুখী প্রতিভা ও অসাধারণ মানবিক গুণাবলীর অধিকারী হাবিবুর রহমান সফলভাবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবা এবং মুক্তিযুদ্ধের চেতনা, বিশেষত বাংলাদেশ পুলিশের মুক্তিযুদ্ধের ইতিহাস সমুজ্জ্বলকরণের ক্ষেত্রে এক বিরল নজির স্থাপন করেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং একাত্তরের মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা শুধু বাংলাদেশ পুলিশ নয়, দেশের সীমা ছাড়িয়ে সমগ্র বিশ্বে উদ্ভাসিত করার মানসে প্রতিষ্ঠা করেছেন ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’। বেদে সম্প্রদায়ের উন্নয়নের পর কাজ করছেন হিজড়াদের উন্নয়নে। তিনি “মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ” বইটির সম্পাদক যা মুক্তিযুদ্ধের সময় পুলিশ এর ত্যাগ ও অবদান তুলে ধরেছে।
হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, ছাড়াও হেড কোয়াটার্স ডিআইজি পুলিশে ৫ জনকে অতিরিক্ত আইজি ও ১৭ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়।
অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- রৌশন আরা বেগম, মেজবাহ উদ্দিন, মো. ইকবাল বাহার, মোশারফ হোসেন ও মো. শাহাব উদ্দীন কোরেশী।
এছাড়া অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৭ পুলিশ কর্মকর্তা হলেন- কৃষ্ণপদ পদ রায়, মো. ময়নুল ইসলাম, এস এম রোকন উদ্দিন, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. তওফিক মাহবুব চৌধুরী, মো. নজরুল ইসলাম, কুসুম দেওয়ান, বশির আহম্মদ, হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন, একেএম হাফিজ আক্তার, ড. ম. মহিদ উদ্দিন, মফিজ উদ্দিন আহম্মেদ, মো. আবদুল বাতেন, ইমতিয়াজ আহমেদ, মো. মাইনুল হাসান ও মো. আবু কালাম সিদ্দিক।
এদিকে বুধবার বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি পদোন্নতি প্রাপ্ত ডিআইজি এবং অতিরিক্ত আইজিপি গণকে আজ পুলিশ হেডকোয়ার্টার্সে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয়।এসময় এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড অপারেশন্স) জনাব মোঃ মোখলেছুর রহমান (বিপিএম,বার), বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এফ এন্ড ডি ) মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার জনাব আছাদুজ্জামান মিয়া(বিপিএম) বার সহ পুলিশ হেড কোয়ার্টাস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।