রায়হান সরদারঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে আবারো ২ শত পিস ইয়াবা বড়ি সহ ভোমরা একালার পাইকারী মাদক ব্যবসায়ী কালাম সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র জানায়,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমীর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান, কনস্টেবল সোহেল,কনস্টেবল হাসান ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বুধবার মধ্যরাতে সাতক্ষীরা শহরের সংগ্রাম টাউয়ারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।অভিযানে ইয়াবা বেচা-কেনার সময় ২০০ পিস ইয়াবা সহ শাহারিয়ার আলম,কামাল হোসেন ও রবিউল ইসলাম কে হাতেনাতে আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
আকটকৃত আসামীরা হলেন সদর উপজেলার খড়িবিলা এলাকার মৃত মুরাদ আলীর পূত্র শাহারিয়ার আলম,আশাশুনি উপজেলার সামছুর রহমানের পুত্র কামাল হোসেন,শহরের মুন্সিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা শাখার পরিদর্শক শাহরিয়ার হাসান আপডেট সাতক্ষীরা কে বলেন,জেলা পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা পুলিশ জেলা ব্যাপি নিরবিচ্ছিন্ন ভাবে মাদক-জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আমরা গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ শাহারিয়ার আলম,কামাল হোসেন ও রবিউল ইসলাম নামক তিন চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়েছি।তিনি আরো জানান,ধৃত আসামীদের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।