সারাদেশের ন্যায় আজ থেকে সাতক্ষীরায় শুরু হচ্ছে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রতিদিন সকাল সাড়ে দশটায় পরীক্ষা আরম্ভ হয়ে শেষ হবে দুপুর ১টায় তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী (প্রতিবন্ধিদের) জন্য অতি: ত্রিশ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। এ পরীক্ষা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। জেলায় ৯০ কেন্দ্রে ৩৬ হাজার ৮ শত ৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করছেন। এর মধ্যে প্রাথমিক ৩১ হাজার ৭শত ২৩ এবং এবতেদায়ি সমাপনী পরীক্ষার ৫ হাজার ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৯টি কেন্দ্রে প্রাথমিক ৫ হাজার নয়শত ৬০ জন, এবতেদায়ী এক হাজার তিন শত ৫৬ জন পরীক্ষার্থী, কলারোয়া উপজেলা ১৩টি কেন্দ্রে প্রাথমিক ৩ হাজার ৭ শত ১৮ জন এবং এবতেদায়ী সমাপনীতে ৫ শত ১০ জন। তালা উপজেলায় ১২টি কেন্দ্রে প্রাথমিক ৪ হাজার ৬শত ৩৩ জন ও এবতেদায়ি ৫শত ৩৬ জন। আশাশুনি উপজেলা ১৪টি কেন্দ্রে প্রাথমিক ৪ হাজার ২শত ৮৫ জন এবং এবতেদায়ি সমাপনীতে ১ হাজার ৫জন পরীক্ষার্থী। দেবহাটা উপজেলা ৬টি কেন্দ্রে প্রাথমিক ১ হাজার ৮শত ৬ জন এবং এবতেদায়িতে ২ শত ৬৭ জন পরীক্ষার্থী। কালিগঞ্জ উপজেলা ১২টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ৪ হাজার ২ শত ৭১ জন এবং এবতেদায়ি ৬ শত ৩৭ জন। শ্যামনগর উপজেলায় ১৪ টি কেন্দ্রে প্রাথমিক ৬ হাজার ১ শত ৮৫ জন এবং এবতেদায়ি সমাপনীতে ৭শত ৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এছাড়া ইংরেজী ভারসনে সাতক্ষীরা পিএন ব্যায়াম স্কুল হতে ৮ এবং সাতক্ষীরা আইডিয়াল স্কুল হতে ১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন। পরীক্ষার সার্বিক বিষয় সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতের প্রতিনিধিকে জানান পরীক্ষা সুষ্ঠ ও স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে প্রশ্ন পত্র থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবের কাছে পৌছে দেওয়া হবে। সকল পরীক্ষা কেন্দ্রে এক জন করে উপজেলা পর্যায়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত থাকবেন।এদিকে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে ১৫ নভেম্বর সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।সেখানে শিক্ষার্থীদের পরীক্ষা যেনো ভালো হয় সেজন্য কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।পরে শিক্ষানুরাগী জেলা প্রশাসক কোমল মতি শিক্ষার্থীদের হাতে একটি করে রজনী গন্ধার স্টিক তুলে দেন।এসময় স্থায়ীয় সরকারের ডেপুটি ডাইরেক্টর জনাব শাহ্ আবদুল সাদী উপস্থিত ছিলেন।
প্রসংঙ্গত সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এই বারই প্রথমবারের মত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করতে যাচ্ছে।সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক জেলা প্রশাসক সাতক্ষীরা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি শাখার যুগ্ম-সচিব জনাব আবুল কাশেম মো:মহিউদ্দিন। সাতক্ষীরার জেলা প্রশাসক থাকা অবস্থায় তিনি অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।তাঁর অনেক স্বপ্ন স্কুলটিকে ঘিরে যে কালেক্টরেট স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে অনেক ভাল করবে।রবিবার সকাল সাড়ে দশটায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুুষ্ঠিত হবে।বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক জেলা প্রশাসক পত্নী ও যুগ্ম সচিব পত্নী জনাব সেলিনা আফরোজ তাঁর রেখে যাওয়া ছোট্ট সোনামণিদের জন্য সকলের নিকট দোয়া চেয়ে স্টাটাস দিয়েছেন।সাথে সাথে তিনি সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি,অধ্যক্ষ সহ সকল শিক্ষক দের কে শুভেচ্ছা জানিয়েছেন।