সাতক্ষীরা ২ নং আসনে নৌকার মাঝি হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।আজ বুধবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামালের কাছে দাখিল করেন তিনি।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকাত হোসেন,সাধারন সম্পাদক শাহাজান আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎন্সা আরা,শ্রমিকলীগ নেতা তহিদুর রহমান ডাবলু,জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ডা.মুনসুর আহম্মেদ প্রমূখ।
মনোনয়ন দাখিলকালে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি কে নির্বাচনী আচরণ-বিধি মেনে চলার আহবান জানান।জেলা প্রশাসক কার্যালয়ে এসময় স্থানীয় সরকারের ডিডিএলজি উপসচিব জনাব শাহ্ আবদুল সাদী সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উপস্থিত ছিলেন।