আপেডেট সাতক্ষীরার একটি নিউজ মাত্র ৩ দিনে ৭৩৩ টি শেয়ার হয়েছে।যেটি আপডেট সাতক্ষীরা ডটকমের জন্য অনেক বড় একটি পাওয়া।সূত্র জানায়,গত ৩০ শে নভেম্বর ২০১৮ তারিখ সাতক্ষীরার আইন-শৃংখলা পরিস্থিতি অবজারভেশন ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ কে নির্বাচনী ব্রিফিং দেওয়ার লক্ষে সাতক্ষীরা সফরে আসেন খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি জনাব জনাব এ কে এম নাহিদুল ইসলাম (অপারেশন্স এন্ড ক্রাইম) মহোদয়। ঐদিন এডিশনাল ডিআইজি'র নির্বাচনী ব্রিফিং নিয়ে আপডেট সাতক্ষীরা ডটকমে "ব্যালোট বাক্সে হাত দিলে হাত ভেঙে দেওয়া হবে;এডিশনাল ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম" শীর্ষক সংবাদ শিরোনামে একটি নিউজ তৈরি করে করেন সাতক্ষীরা জেলার এনটিভি'র ক্যামেরা পার্সোন ও আপডেট সাতক্ষীরা ডটকমের স্টার্ফ রিপোর্টার শেখ আরিফুল ইসলাম(আশা) এবং উক্ত সংবাদ টি পাবলিশ্ড করেন জেলার সিটিজেন জার্নালিস্ট ও আপডেট সাতক্ষীরা ডটকমের পরিচালক জিমি।
নিউজ টি ৩০ নভেম্বর ২০১৮ তারিখ রাত ৯.১৫ মিনিটে এনটিভির ক্যামেরা পার্সোন ও আপডেট সাতক্ষীরার স্টার্ফ রিপোর্টার তার ফেইজবুক আইডি Asha Islam আইডি দিয়ে শেয়ার করেন এবং Sp Satkhira District সহ কয়েকটি আইডিতে শেয়ার করে ট্যাগ করেন। নিউজটি শেয়ার করার সাথে সাথে আপডেট সাতক্ষীরা ডটকমের পাঠকবৃন্দ এতবেশি শেয়ার করেন যে ৩০ নভেম্বর থেকে আজ ০২ ডিসেম্বর পর্যন্ত বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত মাত্র ৩ দিনে নিউজটি ৭৬১ জন মানুষ শেয়ার করেছে ইতিমধ্যে এবং নিউজটির লাইকারের সংখ্যা ১৩১ টি। ধারনা করা হচ্ছে করা হচ্ছে ৭৬১ টি শেয়ার মানে নিউজটি ইতিমধ্যে বাংলাদেশ ছাড়িয়ে অন্যন্য দেশের অনলাইন পাঠকদের ডেক্সটবের ফেইজবুকে ভেসে ভেসে বেড়াচ্ছে।
নিউজটি ৩ দিনে ৭৬১ জন শেয়ার করায় রবিবার সকালে আপডেট সাতক্ষীরা ডটকমের পরিচালক কে এক সাংবাদিক ফোন দিয়ে অভিনন্দন জানান।তিনি বলেন আপডেট সাতক্ষীরা ডটকম অনলাইন পোর্টালটির বয়স মাত্র ১০-১১ মাস। এখনও ১ বৎসর পূর্ণ হয়নি।এত অল্প সময়ে পোর্টালটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।তিনি ফোনে আরো বলেন আপডেট সাতক্ষীরা ডটকম সব সময় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার করে।তিনি আপডেট সাতক্ষীরা ডটকমের আরো সফলতা কামনা করে ফোনে ব্যক্তব্য সমাপ্ত করেন।
এদিকে মাত্র ৩ দিনে ৭৬১ জন নিউজটি শেয়ার করায় ও আপডেট সাতক্ষীরা ডটকমের সাথে থাকায় আপডেট সাতক্ষীরার পরিচালক ও সাতক্ষীরার সিটিজেন জার্নালিষ্ট জিমি পাঠকদের প্রতি হদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।