শেখ আরিফুল ইসলাম(আশা): সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো:আক্তারুল ইসলাম(৪৫)।তার বাড়ি সদর উপজেলার ভাদড়া গ্রামে।থানা পুলিশের বিশেষ সূত্র জানায়, শুক্রবার দুপুর ৩.১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব-ইন্সপেক্টর মো:মাজরেহা হোসেনের নেতৃত্বে সহকারী সাব-ইন্সপেক্টর শরীফুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর শেখ সুমন,সহকারী সাব-ইন্সপেক্টর শামিম,কনস্টেবল মাসুদ রানা সহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় সদর উপজেলার বাঁশদহা-কুশখালী সড়কের ভাদড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় আক্তারুল ইসলাম নামক একজন পাইকারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)মো:মহিদুল ইসলাম আপডেট সাতক্ষীরা ডটকম কে বলেন "চলো যাই যুদ্ধে,,, মাদকের বিরুদ্ধে"উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশ রাত-দিন পালাক্রমে মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে।তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমানের বলিষ্ট নেতৃত্বে শুক্রবার দুপুর ৩.১৫ মিনিটের দিকে সাব-ইন্সপেক্টর মাজরেহা হোসেনের নেতৃত্বাধীন টিম সদর উপজেলার ভাদড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আক্তারুল ইসলাম কে চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার করতে সক্ষম হন।তিনি আরো জানান,আকটকৃত মাদক ব্যবসায়ীর নামে সাতক্ষীরা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।তাকে আগামীকাল বিঞ্জ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।