খুলনা মহানগরের ২২ ও ৩০ নং ওয়ার্ডবাসী কতৃক "মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন পরবর্ত্তী সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ সভার আয়োজন করা হয়।উক্ত মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ ব্যক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এম এম শাকিলুজ্জামান,সিনিয়র সহকারি পুলিশ কমিশনার(খুলনা জোন) জনাব এস এম আল-বেরুনী ও অফিসার ইনচার্জ খুলনা থানা জনাব মোঃ হুমায়ুন কবীর।সভায় প্রধান অতিথি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ শে ডিসেম্বর ২০১৮ তারিখ সারা দেশের ন্যায় খুলনায়ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।খুলনা ০২ আসনে অবাধ-সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।কোন রকম বিশৃংখলা ছাড়াই জনগন শান্তিপূর্ন ভাবে তাদের ভোটাধীকার আদায় করেছে।তিনি বলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব বিজিবি ও আনসার বাহিনীর যৌথ অভিযান ও কড়া নজরদারীতে নির্বাচনের আগে কোন অশুভ চক্র মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি।আমরা আশাকরি নির্বাচনের পরেও কোন অশুভ শক্তি নাশকতা করার দু:স্বাহস পাবেনা।কারন,আমাদের গোয়েন্দা পুলিশ নির্বাচনের আগে থেকে মাঠে রয়েছে।তাই আবারো বলছি খুলনা নগরীতে কোন রকম মাদক-সন্ত্রাসী ও জঙ্গীবাদের ঠাই হবেনা।
উক্ত মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী আবুল কালাম আজাদ(বিকু)।