জেলা পর্যায়ে আগামী ২৩ শে জানুয়ারী ২০১৯ জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।উঠবো জেগে ছুটবো বেগে", এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার পরিচালনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল।এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব অনিন্দিতা রায়,সহকারী কমিশনার লিখন বণিক,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসিফ ইকবাল,সমাজ সেবার উপ-পরিচালক দেবাশীষ সরদার ও পরিচালনা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।সভায় জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতা জেলা পর্যায়ে সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভা সূত্রে জানা যায়,আগামী ২৩ জানুয়ারী সকাল ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা পিটিআইতে জেলা পর্যায়ের প্ররতিযোগীতা অনুষ্ঠিত হবে।উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা শেষে বিজয়ী প্রথমস্থান অধিকারকারী শিশুরা জেলা পর্যায়ের এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক দেশের শিশুদের সর্ববৃহৎ আয়োজন এই জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতা।
আগামী ২৩ শে জানুয়ারী এই প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারকারী শিশুরা আগামী ৩০ জানুয়ারী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারী শিশুরা জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।জাতীয় পর্যায়ে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে মাননীয় প্রধান মন্ত্রী পুরুস্কার প্রদান করবেন।
উল্লেখ্য যে জাতীয় পর্যায়ের তিনটি বিষয় প্রথম স্থান অধিকারী শিশু পাবে সেরাদের সেরা পুরুস্কার।পুরুস্কার হিসাবে থাকবে দশ হাজার টাকা, এক হাজার টাকার বই,সার্টিফিকেট, গোল্ড মেডেল এবং ট্রফি ।সেরাদের সেরা পুরুস্কার বিজয়ী শিশু বাংলাদেশ শিশু একাডেমির শুভেচ্ছা দূত হিসাবে পরবর্ত্তী তিন বৎসর যুক্ত থাকবে।
উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতার তারিখ ১৯ থেকে ২১ জানুয়ারী ২০১৯।
জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগীতার তারিখ ২৩ জানুয়ারী ২৫ জানুয়ারীর মধ্যে।
বিভাগীয় প্রতিযোগীতার তারিখ ২৮ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারীর মধ্যে।
ক বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেনী
খ বিভাগ পঞ্চম থেকে সপ্তম শ্রেনী
গ বিভাগ অষ্টম শ্রেনী থেকে দশম শ্রেনী।
এসএসসি পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।উপজেলা পর্যায়ে থেকে দেশ ব্যাপি এই প্রতিযোগীতা শুরু হয়ে জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।একজন প্রতিযোগী তিনটি বিষয়ে অংশ গ্রহণ করতে পারবে।