'আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতা ২০১৯' উপলক্ষে যশোর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত খুলনা রেঞ্জের জেলা সমূহের সমম্বয়ে আন্তঃ জেলা পুরুষ ও মহিলা কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, যশোর জেলা পুলিশের জমকালো আয়োজনে বুধবার সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জাধীন জেলা সমূহের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ক্রিয়াঅনুরাগী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (খুলনা রেঞ্জ ডিআইজি) জনাব মো:দিদার আহম্মদ বিপিএম,পিপিএম।
যশোর জেলা পুলিশ সুপার জনাব মো:মঈনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যশোর পুনাক সভানেত্রী,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বাগের হাটের পুলিশ সুপার জনাব পঙ্কজ চন্দ্র রায় পিপিএম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম,কুষ্টিয়ার পুলিশ সুপার মো: তানভীর আরাফাত, মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম, রেজ্ঞ ডিআইজি অফিসের স্টার্ফ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের বেগ সহ যশোর জেলার সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে কোতয়ালী থানার ওসি, গোয়েন্দা শাখার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ সহ জেলা পুলিশের সকল নিউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে যশোরে পৌছালে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ক্রিয়াঅনুরাগী রেঞ্জ ডিআইজি কে ফুলের শুভেচ্ছা জানান যশোরের পুলিশ সুপার মো:মঈনুর রহমান বিপিএম (বার) পিপিএম।পরে যশোর জেলা পুলিশের একদল চৌকশ পুলিশ রেঞ্জ ডিআইজি কে গার্ড অফ অনার(সালামী) প্রদান করেন।অনুষ্ঠানে বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পরবর্তীতে খেলয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।