খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম বলেছেন ৩১ মার্চে খুলনা জেলার সব কয়টি কেন্দ্রে(ডুমিরিয়া বাদে) উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ।ভোট কেন্দ্রে বিন্দু মাত্র অনিয়ম বরদাস্ত করা হবেনা।কোন অশুভ শক্তি যদি কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে সে প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেনা।কেউ ভোট ডাকাতের চেষ্টা করলেই তাকে গুলি করা হবে।
শুত্রবার সকলে খুলনা শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যের উদ্যেশ্যে নির্বাচনী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন খুলনায় এবার মোট ভোটের সংখ্যা ভোটার ৯ লাখ ৬৭ হাজার ৩৭৯ জন।এর মধ্যে ঝুকিপুর্ণ কেন্দ্র হিসাবে ২৪৭ টি কেন্দ্র কে চিহ্নিত করা হয়েছে আর বাকী ১৪৪ টি কেন্দ্র(ডুমুরিয়া বাদে) কে সাধারন কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।তিনি তার নির্বাচনী ব্রিফিংয়ে বলেন ২-৩ টা কেন্দ্র মিলে ১ টা মোবািল টিম স্টাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।এছাড়া সাদা পোশাকে পুলিশ,র্্যাব, বিজিবি,এপিবিএন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।ব্রিফিংয়ে আরো জানানো হয়
২৯ মার্চ থেকে থেকে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত খুলনা জেলা শহরে কোন মটর সাইকের চলবেনা এবং ৩০ মার্চ থেকে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত খুলনা জেলা শহরে সকল যানবহণ চলাচল বন্ধ থাকবে। তবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থিরা অনুমতি স্বাপেক্ষে মটর সাইকেল অথবা প্রাইভেট কার নিয়ে কেন্দ্র কেন্দ্রে পরাদর্শন করতে পারবে।
শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিচুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (ডিএসপি) মো:আনিচুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষীণ) জিএম আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)মোহাম্মদ বদিউজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল)মো:সজিব খান,সি-সার্কেলের এডিশনাল এসপি বদরুদ্দোজা,সহকারী পুলিশ সুপার(সদর) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত এডিশনাল এসপি জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ প্রমূখ সহ ভোট কেন্দ্ররের দায়িত্ব প্রাপ্ত নড়াইল ও মাগুরা জেলা থেকে আগত পুলিশ সদস্য গণ ও আনসার বাহিনীর সদস্য বৃন্দ।