পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পিঁয়াজের দাম হ্রাসকরণে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পিঁয়াজ আমদানি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারত দু'দেশের কাস্টমস, বন্দর, সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন এর প্রতিনিধিবৃন্দের সঙ্গে জরুরি সভা করার লক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আব্দুস সামাদ আল আজাদ রবিবার (২৮.০৭.২০১৯) ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন।
এসময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) জনাব মাহমুদুল হাসান, কাস্টমস এর সহকারী কমিশনার জনাব মোঃ নেয়ামুল হাসান।
পরে বন্দরের সম্মেলন কক্ষে বিকাল ৫:০০ টায় ও সন্ধ্যা ৭:০০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে পৃথক দু'টি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পিঁয়াজের মূল্য হ্রাসে তিনি পিঁয়াজ আমদানি বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে গুরুত্বারোপ করেন।
অতপর ২য় সভায় (সন্ধ্যা ৭:০০ টায়) ভারতীয় কাস্টমস ও ঘজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ০৮ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন এবং তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ভোমরা ল্যান্ডপোর্ট কতৃপক্ষ।
যৌথ মতবিনিময় সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পিঁয়াজের মূল্য হ্রাসে দেশে পিঁয়াজ আমদানি বৃদ্ধিতে দু'দেশের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়। যৌথ সভায় উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।