মহান শোকের মাসে সাতক্ষীরা জেলায় ৭ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করলেন সাতক্ষীরার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল।বৃহস্পতিবার সকালে রোভার স্কাউট ও বনবিভাগের সহযোগীতার বিনেরপোতা বাইপাস সড়কে জেলা প্রশাসক নিজের হাতে কয়েকটি বৃক্ষ রোপন করেন।এসময় কদম, জারুল, বকুল সহ ফলদ বৃষ রোপন করেন জেলা প্রশাসক।এসময় রোভার স্কাউট ও বনবিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, পুরো আগষ্ট মাস(শোকের মাস) জুড়ে জেলা প্রশাসক মাস ব্যাপি কর্মসূচী হাতে নিয়েছেন।

জেলা প্রশাসক তার ফেইজবুক আইডি তে লিখেছেন...
"মহান শোকের মাস আগষ্ট।
শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ২০৪১ এ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে
জেলা প্রশাসন সাতক্ষীরা কতৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচীর ১ম দিন:
√ পহেলা আগষ্ট : প্রাণসায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু।
√ জেলায় মাসব্যাপী সাতলক্ষ বৃক্ষরোপন কর্মসসূচীর উদ্বোধন : বিনেরপোতা বাইপাস মোড় সকাল ১০টা।
√ সাতক্ষীরা শিশু হাসপাতালের সেবার মান উন্নয়নে মাসব্যাপী বিশেষ কার্যক্রম শুরু দুপুর ১২.৩০ মিনিট।
উপরোক্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল জেলার সকল পেশার জনগন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।