ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি বাড়ি পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়েছে। সূত্র জানায় সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার সকালে ডেঙ্গু জর প্রতিরোধে ও এডিশ মশা নিধনে শুক্রবার শহরের সুলতানপুর গ্রামে বাড়ি বাড়ি পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছেন।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শেষে নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন শ্রদ্ধেয় ডিসি স্যারের দিক নির্দেশনা মোতাবেক জেলার ৭ টি উপজেলার ইউএনও গণ একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাথে সাথে আজ থেকে বাড়ি বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন বসত বাড়িতে ফুলের টবে জমে থাকা বৃষ্টির পানি,ড্রেনে জমে থাকা পানিতে এডিশ মশা বংশ বিস্তার করে আমরা সেকারনে সবাই কে পরামর্শ দিচ্ছি বসত বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে।পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এসময় অত্র এলাকার কাউন্সিলর ফিরোজ হাসান,সংগীত শিক্ষক মনজু স্যার,শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন সহ সংশ্লিষ্ট বসত বাড়ির পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অভিযান শেষে প্রত্যেক বাড়িতে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ঔষধ ছড়ানো হয়।