হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহদত বার্ষিকীতে খুলনা জেলা পুলিশের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উদয়ন জিলা পুলিশ স্কুলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস.এম.শফিউল্লাহ্ বিপিএম।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব ড.খ: মহিদ উদ্দিন বিপিএম(বার)।অনিষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম।এসময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম পুরস্কার লাভ করে এস.এম ইউনুস সিয়াম এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হয় স্থান অধিকার করেছেন খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সজিব খানের পুত্র আইয়ান শামিম খান।
অনুষ্ঠান শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে ও নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,. অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান ক-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মোঃআলম সিদ্দিিকী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ বিন কালাম সি-সার্কেল,সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডি-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর এএন এম ওয়াসিম ফিরোজ সহ খুলনা জেলা পুলিশের অন্যান্য অফিসার গণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।