শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরায় দুজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার গভীর রাতে সাতক্ষীরা কালিগঞ্জ ও অভয়নগর থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের সূত্র জানায়, কালিগজ্ঞ থেকে জনৈক আলাল হোসেনের নিকট ডিবি পুলিশ সেজে চাঁদা দাবি করে আলী সানার ছেলে মোঃ জহুর আলী সানা। এসময় ডিবি পুলিশ পরিচয় দিলে আলাল হোসেনের সন্দেহ হলে তাদের কে টাকা দেবেন বলে বসিয়ে রেখে সাতক্ষীরা গোয়েন্দা শাখা কে ইনফর্ম করেন।
বিষয়টি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর কানে পৌছালে পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার নবাগত অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর হারাণ চন্দ্র পাল,সেকেন্ড অফিসার হাফিজুর রহমান,এস আই ফরিদ হোসেন,এস আই বিশ্বজিৎ,এএসআই ফজলু সহ সঙ্গীয় ফোর্স কালিগজ্ঞে আলালের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে সাতক্ষীরা কালিগঞ্জের পায়কাড়া গ্রামের মমর আলী সানার ছেলে মোঃ জহুর আলী সানা কে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে জহুর আলী সানার দেওয়া তথ্য মোতাবেক যশোর জেলার অভায় নগর ভাঙ্গাগেট এলাকার মোঃ জোহা মুনশির ছেলে জাহিদ হাসান কে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম প্রতিবেদক কে জানান,আটককৃতদের নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।তিনি জানান জেলায় এধরনের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদা বাজি করলে কোন চাঁদাবাজ পার পাবেনা।তিনি আরো জানান,যারা এধরনের অপকর্ম করে ঘুরে বেড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান।
প্রাসংঙ্গত :ডিবির অফিসারইনচার্জ (ওসি) হিসাবে যোগদানের মাত্র ১ সপ্তাহের মধ্যে ওসি মহিদুল ইসলাম সর্ব প্রথম অভিযান চালিয়ে সাতক্ষীরার কালিগজ্ঞ ও যশোরের অভয় নগর এলাকা থেকে দুই ভুয়া ডিবি পুলিশ কে আটক করতে সক্ষম হন। সাথে সাথে তিনি জেলার সকল মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা থেকে সরে আসার আহবান জানান।