বুধবার সকালে ডুমরিয়া থানাধীন বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উষ্কানিমূলক বক্তব্য প্রচার, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক বিরোধী বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ডুমুরিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে সকাল ১০ টায় গুজব বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যক্তব্য প্রদান করেন খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: সজিব খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার মানবপ্রেমী অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান প্রজেক্টের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ভিডিও চিত্র দেখান উপস্থিত বিভিন্ন মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন দের মাঝে।এসময় এডিশনাল এসপি সজিব খান বলেন সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছাড়াবেন না এবং গুজবে কান দিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করবেন না। তিনি বলেন যারা এদেশ কে ভালোবাসেন না, যারা স্বাধীন বাংলাদেশ চাননি, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি... তারাই এধরনের গুজব সৃষ্টি করে সরকার কে বেকায়দায় ফেলার চেষ্টায় আছে।তিনি আরো বলেন গুজব সত্য কি মিথ্যা তা যাচাই করতে আপনারা পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিতে পারেন।