শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জাল টাকা ও এক হাজার টাকা ভারতীয় রুপি সহ দুই প্রতারক কে আটক করেছে। আটককৃতদের নাম শরীফুল(২১) ও রুহুল আমিন(২৮) ।এর মধ্যে শরীফুলের বাড়ি আশাশুনি থানার মাহা জান গ্রামে ও রুহুল আমিনের বাড়ি আশাশুনির চাম্পা পুল এলাকায়।
সাতক্ষীরা থানা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম( বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপা)) মোহাম্মদ ইলতুৎ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানার সহকারী সাব-ইন্সপেক্টর মনির, সহকারী সাব-ইন্সপেক্টর তাহের ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে শরিফুল ও রুহুল আমিন কে আটক করা হন। এসময় তাদের কে তল্লাশি করে ১ হাজার টাকার জালনোট ৭০ টি ও ভারতীয় রুপি ১০০ টাকার নোট ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা কে জানান আটককৃত রা বড় মাপের প্রতারক। তারা বিভিন্ন কায়দায় অরিজিনাল টাকার ব্যান্ডেলে জালটাকা ঢুকিয়ে মানুষের সাথে প্রতারণা করে। তিনি জানান আকটকৃতদের সাথে আর কারা কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান আটককৃতদের নামে মামলা রুজু পূর্বক তাদের কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।