খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড.খ.মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন ১০০% সততা ও নিষ্ঠার সাথে প্রত্যেক পুলিশ কে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।তিনি বলেন, মানুষ যখন বিপদে পড়ে ঠিক তখন ই থানায় যায় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে। তাই থানায় আসলে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন।কোন রকম আর্থিক সুবিধা ছাড়াই থানায় সেবা নিতে আসা মানুষকে নিঃস্বার্থেে সেবা প্রদান করবেন।
রেঞ্জ ডিআইজি বলেন, "মুজিববর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার" উক্ত শ্রোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশ জঙ্গি-মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রেখে বিশ্বের কাছে প্রশংসা অর্জন করেছেন।
ড.খন্দকার মহিদ উদ্দিন বলেন, দশ বৎসর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়।বাংলাদেশ পুলিশ এখন অনেক জনবান্ধব ও দক্ষ।তিনি বলেন আইজিপি স্যারের দিক নির্দেশনায় পুলিশ কে জনতার পুলিশ হতে হবে।তিনি বলেন পুলিশে চাকুরী এখন ১০৩ টাকায় হয় যেটা দেশব্যাপি কনস্টেবল নিয়োগে ইন্সপেক্টর জেনারেল ড.জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) দৃষ্টান্ত স্থাপন করেছেন।এক কথায় বিনা ঘুষে মেধা ও যোগ্যতায় পুলিশের চাকুরী হয় এখন। তাই খুলনা রেঞ্জ পুলিশের প্রত্যেকটি সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বাৎসরিক পরিদর্শনে এসে সালাম গ্রহণ শেষে উপরোক্ত কথা গুলো বলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড.খ.মহিদ উদ্দিন বিপিএম (বার)।সাতক্ষীরা হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন।এসময় রেঞ্জ ডিআইজি প্যারেডের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা জেলা পুলিশ অফিস,রিজার্ভ অফিস,অস্ত্রাগার ও রেশন স্টোর পরিদর্শন করেন।
এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ,সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,কালিগঞ্জ সার্কেল মোঃজামিরুল ইসলাম,দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছীন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃহুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম,আরও ওয়ান আজম খান,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,ডিবির ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর হারুন সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উক্ত প্যারেডে অংশ নেন।পরে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার সকল কার্যক্রম পরিদর্শন করে খুলনার উদ্যেশ্যে রওনা দেন।