বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২০।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ঞ্জাপনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দি,, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছীন আলী, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, আরও ওয়ান ইন্সপেক্টর আজম খান,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হুরুনুর রশিদ,কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায় সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শেষে ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।