মহান ২১ শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বেে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগ সেক্রেটারি আলহাজ্জ নজরুল ইসলাম,
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),ডিডিএলজি হুসাইন শওকাত,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বর্ণমালা একাডেমির শিশু শিল্পীরা বাংলা ভাষা উপরে কবিতা আবৃতি- নৃত ও সঙ্গীত পরিবেশন করেন। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে লিনেট ফাইন আর্ট্সের পরিচালক ও খুলনা বেতারের শিল্লী আবু আফ্ফান রোজ বাবু শিশু শিল্পীদের সাথে নিয়ে আমার একুশে ফেব্রুয়ারির দেশাত্ববোধক গান পরিবেশন করেন।এসময় পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিল্পকলার সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।
আলোচনা সভায় সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।