সাতক্ষীরায় মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৪ টায় আশাশুনির নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার চেয়ারম্যান এবিএম মোস্তাকিম,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃজিয়াউর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছীন আলী,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম,জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইওয়ান মিজানুর রহমান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ সালাম,আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেন সাতক্ষীরার মাটিতে কোন মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদের ঠাই হবেননা।তিনি বলেন অপরাধীর পরিচয় সে অপরাধী।তাই অপরাধী যে দলের হোক আর যত প্রভাবশালী হোক অপরাধ করলেই তাকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার বলেন যারা নানা অপরাধে জড়িত বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমে এখনো পর্যন্ত জড়িত আছেন, তাদের কে কঠোর হুশিয়ারী দিয়ে বলছি"সন্ত্রাসী যেই হোক না কেনো তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে”।তিনি বলেন পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মুল করা সম্ভব নয়।তাই জনগণ কে পুলিশ কে সহযোগিতা করতে হবে।পুলিশ কে বিপদের বন্ধু ভেবে সকল অপরাধের তথ্য দিতে হবে তাহলেই সাতক্ষীরা জেলাকে মাদক-জঙ্গী ও সন্ত্রাস মুক্ত জেলা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো।
অপরাধ দমন সভায় এসময় অনুমানিক ২০০০ এলাকাবাসী সহ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,এডভোকেট সহ বিভিন্ন শ্রেশীপেশার মানুষ উপস্থিত ছিলেন।