সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ দিনটি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসাবে আমার খুবই স্মরণীয় দিন।কারন প্রতি বুধবারে জেলা প্রশাসকের গণশুনানিতে আসেন অসংখ্য মানুষ চিকিৎসার সহযোগিতার জন্য।জেলা প্রশাসক সেই অসহায় মানুষ গুলোর সাহায্যের আবেদন গুলো বিধি মোতাবেক মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন।
দীর্ঘ প্রতিক্ষার পর মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর থেকে চিকিৎসা সহায়তা ত্রান ও কল্যাণ তহবিল থেকে ৩৫ টি চেকের মাধ্যমে প্রাপ্ত ১৫ লাখ ৭০ হাজার টাকা আসে সাতক্ষীরা জেলা প্রশাসকের কল্যাণ তহবিলে।অতপর আজ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানিতে আবেদনকারীদের আসতে বলা হয়।উক্ত গণশুনানিতে ৩৫ টি চেকের মাধ্যমে ১৫ লাখ ৭০ হাজার টাকা আবেদনকৃত হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
জেলা প্রশাসক তাঁর অফিসিয়াল ফেইজবুক আইডি তে লিখেছেন আজকের দিনটি জেলা প্রশাসক হিসেবে এবং ব্যাক্তিগত জীবনে স্মরণীয় একটি দিন।আজ আমার এবং আমার সহধর্মিণীর একসাথে পথচলার ১৮ বছর।
অন্যদিকে চিকিৎসা সহায়তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে ৩৫ টি চেকের মাধ্যমে প্রাপ্ত ১৫ লাখ ৭০ হাজার টাকা সাতক্ষীরা জেলার আবেদনকৃত হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে পেরেছি।এজন্য আমি জেলা প্রশাসক হিসেবে সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।