জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্স, বটিয়াঘাটা’র উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সেমিনার ও কর্মকর্তাদের ডোপ টেস্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের ডোপ টেষ্ট শেষে সার্টিফিকেেট দেওয়া হয়। পরে প্রধান অতি খুলনা জেলা প্রশাসক ও বিশেষ অতিথি খুলনার পুলিশ সুপার সেমিনারে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদকের কুফল সম্পর্কে বিষাদ আলোচনা করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে মাদক এর বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান।