কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বোলল ফেন্সিডিল ও একটি মালমাহী ট্রাক সহ ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করেছে।আটককৃত ট্রাক ভাইভারের নাম সোহাগ হোসেন,তরিকুল ইসলাম। এদের দুই জনের বাড়ি শার্শার থানায়।

কলারোয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর ফারুক হোসেন জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল গীয়াসের নেতৃত্বে কলারোয়া থানার এসএস ফারুক হোসেন, এএসআই বিল্লাল,এএসআই রফিকুল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কলারোয়ার হামিদপুর গ্রামের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয় ঐ চৌকস টিম। পরে সোর্সের ইনফরমেশন মোতাবেক একটি খালি ট্রাক আসলে পুলিশ তাকে চ্যালেজ্ঞ করে তাড়া করে।
এসময় ট্রাক ড্রাইভার পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকলে কলারোয়া থানার এসআই ফারুক হোসন জীবন বাজি রেখে সেই চলন্ত ট্রাক কে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রাকটি তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল সহ ট্রাকের চালক ও ড্রাইভার কে আটক করা হয়।ট্রাকটির রেজিষ্ট্রেশন নং ট্রাক যাহার রেজিঃ নং-যশোর ট-১১-৩০৪৮।
আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস প্রতিবেদক জানান ৩০০ বোতল ফেন্সিডিল সহ একটি ট্রাক ও ট্রাকের চালক ও হেলপার কে আটক করা হয়েছে। তিনি আরো জানান আটককৃতদের নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।