শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত" মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় কমিশনার খুলনা ড.মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মুজিববর্ষে যেনো কোন মানুষ ঘরহীন না থাকে সরকার তার জন্য কাজ করে যাচ্ছে। একটি উপজেলা যদি ভিক্ষুক মুক্ত হয় তাহলে সেই উপজেলার সবার জন্য গর্বের বিষয়। আন্তরিকতার সাথে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা দেন বিভাগী কমিশনার।সেই সাথে সুন্দরবনকে রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা আ'লীগ সভাপতি সাবেক সংসদ সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃবদিউজ্জামান,সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু সহ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।