করোনা ঠেকাতে চায়ের দোকানের আড্ডা ভেঙে দিতে টিভি ও কেরাম বোর্ড জব্দে মাঠে নেমেছেন সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এঁর দিক নির্দেশনা মোতাবেক গতকাল বিকাল থেকে শহরের বিভিন্ন চায়ের দোকানে হানা দেন সদর ইউএনও দেবাশীষ চৌধুরী।
এসময় ১৭ টি দোকানের টেলিভিশনের ডিসের লাইন বিচ্ছিন্ন করে দেন মোবাই কোর্ট এবং ১৭ টি টিভি দোকানদারদের বাড়ি তে পাঠানো হয়। এছাড়া একই দিনে রাতে শহরের বাঁকালে,ধুলিহর, ব্রক্ষ্মরাজপুর, কদম তলা এলাকায় চায়ের দোকান থেকে ৫ টেলিভিশন ও অসংখ্য ক্যারাম বোর্ড জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান সহ সাতক্ষীরা থানা পুলিশ অংশ নেন।
এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, চায়ের দোকানে টেলিভিশন চালু থাকলে সেখানে ২০-২৫ জন লোক জড়ো হয়ে করোন ভাইরাসের সংবাদ শুনছে কোন দোকানে আবার জি বাংলার সিরিয়াল দেখছেন। সব মিলিয়ে দোকানগুলো ক্লাবে পরিনত হয়েছে। ইউএনও আরো বলেন চায়ের দোকানে টিভি তো আছে সাথে কেরামবোর্ড। কেউ চা না খাইলে তাকে ১০ টাকা খরচ করে এক গেম কেরামবোর্ড খেলতে হচ্ছে।
এসব অভিযোগ পেয়ে করোনা ভাইরাস যেনো দেশব্যাপি ছড়িয়ে না পড়ে সেজন্যই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। ইউএনও দেবাশীষ চৌধুরী আরো বলেন এখনো যেসব দোকানে টিভি আর কেরামবোর্ড আছে তারা দ্রুত সেগুলো সরিয়ে ফেলুন নতুবা তাদের কে জেল-জরিমানা প্রদান করা হবে।