সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে সুলতানপুর বড় বাজার মৎস সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।খাদ্য সামগ্রী বিতরণ কালে পুলিশ সুপার বলেন সরকারের পাসাপাসি সমাজের বৃত্তবান রা খেটে খাওয়া মানুষদের পাসে এগিয়ে আশুন।দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষদের পাসে দাঁড়ানো আপনাদের নৈতিক দ্বায়িত্ব। পুলিশ সুপার বলেন খাবার সামগ্রী নিয়ে আপনারা ঘরে থাকবেন কোন রকম বাহিরে বের হবেন না। প্রয়োজন ছাড়া বাহিরে বের হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,ডিবির ওসি মহিদুল ইসলাম, সদর থানার ওসি আসাদুজ্জামান,পৌর আ'লীগের সভাপতি নাসেরুল হক, জিটিভির সাতক্ষীরা করেসপন্ডেন্ট কামরুল ইসলাম, বাজার সমিতি মৎস ব্যাসায়ীর সভাপতি আব্দুর রব,কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আমিনুল হক,সাধারণ সম্পাদক আলিম মোড়ল প্রমুখ। এসময় খেটে খাওয়া মানুষদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি লবণ ও ১ টি সাবান বিতরণ করা হয়। এসময় সামাজিক দুরত্ব নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) খেটে খাওয়া মানুষদের মাঝে এসব বিতরণ করেন।