বিদেশী নাগরিক (ভারতীয়) বাংলাদেশে এসে আটকা পড়েছেন, অস্বচ্ছল আত্নীয়ের বাড়িতে অনেক দিন থাকায় খাদ্য সহায়তার জন্য পুলিশ সুপারকে ফোন করলে জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত বিদেশী নাগরিকদের খাদ্য সহায়তা দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন তার সরকারি গাড়ি যোগে দুটি প্যাকেটে ২০ কেজি চাল, ১০ কেজি আলু, ৬ কেজি পিয়াজ, ২ লিটার তেল, ৪ কেজি ডাল, ২ প্যাকেট লবণ ও ২ টি ডেটোল সাবান নিয়ে ভোমরার ইউনিয়নের হাড়ৎদাহ গ্রামে সেই বিদেশি নাগরীকের বাড়ি গিয়ে পৌছে দেন।
খোজ নিয়ে জানা যায় প্রায় দেড় মাস আগে স্বামী-স্ত্রী ও সন্তান নিয়ে তারা পাসপোর্ট যোগে বাংলাদেশে আত্মীয়দের বাসায় আসেন। কিন্তু হঠাৎ তারা লক ডাউন পরিস্থিতি তে আটকা পড়েন।
এমতাবস্থায় অস্বচ্ছল আত্মীয়দের ভারতীয় তিন আত্মীয় কে তিন বেলা খেতে দেওয়ার সম্ভব হচ্ছিলোনা। পরে বিদেশি নাগরিক সাতক্ষীরা পুলিশ সুপারের সরকারি নাম্বারে ফোন দিলে আজ সকালে পুলিশ সুপারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়ি পৌছে দেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।
এসময় সাতক্ষীরা থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ সদর সার্কেলের সাথে উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের খাদ্য সামগ্রী পেয়ে বিদেশি নাগরিকগণ সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।