খুলনায় মহামারী করোনা মোকাবেলায় জেলায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)। সারা বিশ্বের ন্যায় খুলনায়ও করোনা ভাইরাস রোধে জেলা পুলিশ সুপার সর্বদা নিরলসভাবে জনগনের সেবা করে যাচ্ছেন। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ বলেন, আমাদের এসপি এস এম শফিউল্লাহ (বিপিএম) স্যারের নির্দেশনায় আমরা সবার উদ্দেশ্যে জানাচ্ছি এবং বোঝাচ্ছি, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, আপনারা ঘরে থাকুন, সামাজিদ দুরত্ব বজায় রাখুন, এই করোনা যুদ্ধে আপনারা ঘরে থেকে পুলিশকে সাহায্য করুন এমন স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ দিন রাত নিরলস ভাবে জনগনের জন্য কাজ করে যাচ্ছেন। খুলনায় করোনা ভাইরাস মোকাবেলায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন, কাঁচা বাজার, মুদির দোকান নির্দিষ্ট কিছু সময়ের জন্য খোলা থাকবে এবং ঔষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে বলে সবাইকে সচেতন করছেন জেলা পুলিশ। জেলার সকল থানা সহ গ্রাম মহল্লা, পাড়ায় পুলিশ সহ প্রশাসনের সকল ইউনিট নিরলস ভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সন্ধ্যার পরে কোন রকম ঘরের বাইরে থাকা যাবে না, এমন প্রচার করেছেন।
শুধু তাই নয়, ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে ঘরে থাকার জন্য জেলা পুলিশের মহড়ার মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা সহ অসচেতন জনগনকে রাস্তায় বের হচ্ছেন তাদের সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করে ঘরে থাকতে বলা হচ্ছে। নিজে ঘরে থাকুন, অন্যদের ঘরে থাকতে সহযোগিতা করুন, নিজে সচেতন হন, অন্যদের সচেতন করতে সহযোগিতা করুন। খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলে ঘরে থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। আপনাদের কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে অথবা, আপনার কাছে কোন গোপনীয় তথ্য থাকলে তা জেলা পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজ KHULNA DISTRICT POLICE এর ইনবক্সে জানাতে পারেন। আপনার পরিচয় গোপন রাখা হবে।