বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
বুধবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, করোনায় পুলিশের দুই সদস্য ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং কনস্টেবল মো. এনামুল হকের মৃত্যুতে বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবাণীতে আইজিপি বলেন, দেশে করোনা প্রতিরোধের প্রথম দিন থেকেই জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশের বীর সদস্যরা সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং শহীদ কনস্টেবল মো. এনামুল হকসহ করোনা যুদ্ধে ২১ জন সহকর্মী জীবন উৎসর্গ করেছেন। তারা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। এ আত্মত্যাগের জন্য তারা পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন।