আজ রবিবার ২১ জুন ২০২০ খ্রিস্টাব্দ তারিখে পুলিশ হেড কোয়াটার্স থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম (বার)। এসময় ভিডিও কনফারেন্সে আইজিপির সাথে অতিরিক্ত আইজিপি প্রশাসন ড.মঈনুর রহমান,অতিরিক্ত আইজিপি মোঃ শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ প্রধান) মীর শহীদুল ইসলাম,অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হেড কোয়ার্টার ডিআইজি মোঃ আমিনুল ইসলাম সহ ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপর দিকে ভিডিও কনফারেন্সে খুলনা রেঞ্জ অফিস থেকে আইজিপির সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার),খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট (ডিআইজি) মো: আব্দুল রুহুল কুদ্দুছ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন এন্ড ফিন্যান্স মোঃ হাবিবুর রহমান বিপিএম, পিটিসির ডেপুটি কমান্ড্যান্ট মোঃ হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার আবু হেনা খন্দকার অহিদুল করিম, আরআরএফ এর কমান্ড্যান্ট মোছাঃ তাসলিমা খাতুন, রেঞ্জ অফিসের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন প্রমুখ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, করোনা ঠেকাতে করনীয় ও বর্জনীয় সহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।