গরীবের ডাক্তারের শারীরিক সুস্থ্যতার খোজ-খবর নিলেন সাতক্ষীরা জেলার মানবিক পু্লিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। রবিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার টেলিফোন যোগে ডা.এবাদুল্লাহ'র খোজ-খবর নেন।এসময় ডা.এবাদুল্লাহ পুলিশ সুপারের সাথে কথা বলেন ও পুলিশ সুপারের প্রতি কৃৃতজ্ঞতা প্রকাশ করেন।কথাপ্রসঙ্গে পুলিশ সুপার বলেন, আপনি গরীবের ডাক্তার। সাতক্ষীরার সকল স্থরের মানুষ আপনার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছে। সাতক্ষীরা জেলা পুলিশ ও আপনার সুস্থ্যতার জন্য দোয়া করেছেন। পুলিশ সুপার বলেন, আপনি মনোবল হারাবেন না, ইনশাআল্লাহ্ আপনি আরো দ্রুত সুস্থ্য হয়ে আবারো গরীব-দু:খী মানুষদের চিকিৎসা সেবা দিতে পারবেন।
উল্লেখ্য :সাতক্ষীরা বিএমএ'র সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলার অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা:মো: এবাদুল্লাহ গত বৃহম্পতিবার করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আইসিইউ তে ভর্ত্তি হন। সেখানে প্রায় বারো দিন চিকিৎসা শেষে আজ রবিবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ নিজস্ব বাসভবনে তিনি ফিরে আসেন।