রবিবার ৯ আগষ্ট ২০২০ তারিখ মাগুরা সদর থানার হাজীপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এর উপযোগীতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পুলিশের আয়োজনে কর্মশালাটি থানার ০১ নং হাজীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লুৎফর রহমান অডিটরিয়ামে বেলা ১১:০০ টায় এই অনুষ্ঠানটি হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, পিপিএম।
দক্ষিণাঞ্চলের বিগত সময়ের চরমপন্থি ও বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠির তৎপরতা মোকাবেলায় থানা এলাকায় স্থাপন করা হয়েছিল বিভিন্ন অস্থায়ী পুলিশ ক্যাম্প। হাজীপুর পুলিশ ক্যাম্প তেমন একটি ক্যাম্প। ক্যাম্পগুলির সফল তৎপরতায় পূর্বের সেই পরিস্থিতির আশু উন্নতি ঘটেছে। মানুষের দৈনন্দিন মৃত্যুভয় আর আতংক কেটে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী শান্তি। জনবান্ধব পুলিশি সেবা প্রদান করে আজ পুলিশ পরিনত হয়েছে জনতার পুলিশে। বর্তমান চলমান সামাজিক পরিস্থিতিতে অস্থায়ী ক্যাম্পগুলি পূর্বেরমত চলমান রাখা কিংবা প্রত্যাহার করে নেওয়া কতটুকু সময়োপযোগী সে সম্পর্কে কর্মশালার উপস্থিতজনদের থেকে উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।
মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব কাজী আহসান হাবীব, উপজেলা নির্বাহী অফিসার, সদর, জনাব আবু সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, আবু নাছির বাবলু , হাজীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আনোয়ার জাহিদ ও হাজীপুর ইউ/পি চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন।